দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রোববার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ পরিমাণ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে।
এর আগে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার হয়।