ঈদের আগেই দেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি দুই হাজার ৩শ’ ৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
নতুন এ দাম আজ সোমবার দুপুর ১টা থেকেই কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ কার্যনির্বাহী কমিটির সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে, এ দাম অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭১ হাজার ৪৪২ টাকায়। যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা।