করোনার প্রকোপের মধ্যেও চলতি মে মাসের প্রথম ২০ দিনে ১৫৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর, মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার। সেই হিসাবে এবার ২০ দিনেই পুরো মাসের চেয়ে ৮ কোটি ৪২ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এ গতি অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে রেমিট্যান্স আহরণ ২৪০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।
গত এপ্রিলেও ২০৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন বাংলাদেশি প্রবাসীরা। যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি।