চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানো ও মিথ্যা ঘোষণায় আনা পণ্য খালাস রোধে ৪টি অত্যাধুনিক ফিক্সড কনটেইনার স্ক্যানার বসাতে কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
সরকারের নিজস্ব অর্থায়নে ৬৩৩ কোটি টাকা ব্যয়ে মোট ১৩টি ফিক্সড কনটেইনার স্ক্যানার ক্রয় ও প্রতিস্থাপন প্রকল্পের আওতায়, প্রথম ধাপে ৬টি স্ক্যানার মেশিন বসানো হবে। যার ৪টি স্ক্যানারই বসবে চট্টগ্রাম বন্দরে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ১২টি গেটে স্ক্যানার আছে ৭টি।
চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ফখরুল আলম জানান, নতুন আধুনিক কনটেইনার স্ক্যানারগুলোতে জৈব, অজৈব, ধাতব, প্লাস্টিক, বিভিন্ন পণ্যের রঙিন স্ক্যান ইমেজ পাওয়া যাবে। তাই স্ক্যান করা কনটেইনারের পণ্যের পার্থক্য নিরূপণ ও সঠিকতা যাচাই সহজ ও দ্রুততর হবে।