পদ্মানদীতে জেগে ওঠা চরে যেখানে আগে কোনো ফসলই হতো না। সেই চরেই কয়েক বছর ধরে চীনা বাদাম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। কম খরচ এবং সারা বছর এ জাতীয় বাদামের চাহিদা থাকায় প্রতিবারের ন্যায় এবারও বিস্তীর্ণ এই চরে বাদামের আবাদ করেছেন তারা।
কিন্তু প্রতি বছর আশানুরূপ ফলন এবং দাম ভালো পেলেও এ বছর সময়মতো বৃষ্টি না হওয়ায় চাষের বেশির বাদাম গাছ নষ্ট হয়ে গেছে। বাকি গাছগুলো থেকেও মেলেনি ভালো ফলন। অন্যদিকে, আসন্ন বর্ষায় নদীর পানিতে তলিয়ে যাওয়ার আশংকায় অ-পরিপক্ক বাদাম আগেভাগেই তুলে ফেলতে হচ্ছে তাদের।
পদ্মাপারের বাদাম চাষিদের অভিযোগ, আবহাওয়া অনুকূলে না থাকা এবং কৃষি অফিসের অসহযোগিতার কারণে যথাযথ পরিচর্যার পরও আশানুরূপ ফলন পাননি তারা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম সহীদ নূর আকবর বলেন, রাজবাড়ী জেলায় এবার ৯৩৫ হেক্টর জমিতে চীনা বাদামের আবাদ হয়েছে।