এবারের প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীবান্ধব হওয়ায় দেশের উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (৪ জুন) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবারের বাজেট ব্যবসায়ীবান্ধব হয়েছে। ফলে এদিকে যেমন উৎপাদন বাড়বে অন্যদিকে কর্মী ছাঁটাই বন্ধ এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এজন্য ব্যবসায়ীদের জন্য বাজেটে সুযোগ বৃদ্ধি করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের দেশ ভালো করছে। ভারতসহ অন্য দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের এখন ঋণ নেয়ার নয়, দেয়ার সময় এসেছে।