গতকাল থেকে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত বন্দর নগর চট্টগ্রামের। এ অবস্থায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল থাকলেও বৃষ্টির সময়ে বন্ধ থাকে ভেতরে ও বহিঃনোঙ্গরে থাকা পণ্যবাহী পণ্যের খালাস ও ডেলিভারি।
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ভারী বর্ষণে বন্দরের কাজে কোনো ভাটা পড়েনি। অন্যান্য পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং, ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে। তবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বন্দরের ভেতরে ও বহিঃনোঙ্গরে থাকা খাদ্যপণ্য ভর্তি কন্টেইনারগুলোর খালাস ও ডেলিভারি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃষ্টি কমলেই তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও জানান তিনি।