সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রাম। ছায়া ঢাকা, পাখি ডাকা, টিলাবেষ্টিত গ্রামটি হঠাৎই উঠে এসেছে আলোচনায়। এখানে গড়ে ওঠা আনারসের বাগান দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এই গ্রামটিতে।
দত্তরাইল গ্রামের মৃত আব্দুল মতিন চান মিয়ার প্রবাসী ছেলেরা তাদের বাবার নামে নিজেদের বাড়িতেই গড়ে তুলেছেন এ সবুজ সাম্রাজ্য। জানালেন, ২০১৮ সালে গড়ে তোলা বাগানটি পরের বছরই লাভের মুখ দেখে। আর এবার এ বাগান থেকে অন্তত ৩৫ থেকে ৪০ লাখ টাকা লাভের আশা করছেন তারা।
তাদের বাড়ির সামনেই স্থাপিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন লক্ষাধিক টাকার আনারস বিক্রি করা হয়। আনারস বাগানের এমন সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।
কৃষি বাণিজ্যের প্রসারের পাশাপাশি অপরূপ সৌন্দর্যের এ বাগান জাগিয়ে তুলেছে এ এলাকার পর্যটন সম্ভাবনাকেও বলে মনে করছেন সংশ্লিষ্টরা।