পানগাঁও আইসিটিমুখী কন্টেইনার আনলে সে জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে জেটিতে ভিড়ার অনুমতি দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে, সেক্ষেত্রে অবশ্যই অন্তত ১শ’ টিইইউস কন্টেইনার থাকতে হবে ওই জাহাজে।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, পানগাঁও আইসিটিতে হ্যান্ডলিং কার্যক্রম বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেলো মার্চে, এ নিয়ে গঠিত কমিটি একটি সভা করে। সভায়, এ ধরণের সিদ্ধান্ত নিতে কমিটি বন্দর কর্তৃপক্ষকে পরার্মশ দেয়। পরে, পহেলা জুন থেকে এটি কার্যকর করা হয়েছে।
এ প্রসঙ্গে, চট্টগ্রাম শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, পানগাঁও টার্মিনালের হ্যান্ডলিং বাড়াতে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজ জেটিতে আগে ভিড়ার অনুমতি পাওয়ায় পাঁনগাও আইসিটিমুখী কন্টেইনার নিয়ে আসতে উৎসাহী হবে ব্যবসায়ীরা। এতে সময় কম লাগায় খরচও কমবে।