বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম কমবে এমনটাই প্রত্যাশা ছিল ক্রেতাদের। কিন্তু বস্তা প্রতি চালের দাম ২শ’ টাকা বাড়ায় হতাশ সাধারণ ক্রেতারা।
এদিকে ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় মিলারদের কারসাজিকেই দুষছেন আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা। পাশাপাশি চালের বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের কাছে সুস্পষ্ট নীতিমালারও দাবি জানান তারা।
ক্যাব- এর সহ-সভাপতি এস.এম নাজের হোসাইন বলেন, সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে চাল কিনে মজুদ বাড়ায় এবং চালের আমদানি বাড়িয়ে দেয় তাহলে অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর কোন সুযোগ পাবে না।
বর্তমানে, নগরের পাইকারি বাজারগুলোতে প্রতি বস্তা মিনিকেট চাল ২ হাজার ৮শ’ টাকা, বিআর ২ হাজার ২শ’ টাকা, স্বর্ণা জাতের চাল ২ হাজার ২শ’ টাকা, সরু জাতের চাল ২ হাজার ৮শ’ টাকা ও মোটা চাল বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকায়।