চাক্তাই খালের কর্ণফুলী মোহনায় স্লুইস গেট নির্মাণে দীর্ঘসূত্রিতা এবং খাল ভরাট করে বাঁধ দেয়ার প্রভাবে চাক্তাই-খাতুনগঞ্জে নৌপথে পণ্য পরিবহন আশঙ্কাজনকভাবে কমে গেছে।
চাক্তাই খাতুনগঞ্জ থেকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও নোয়াখালীর হাতিয়াতে নৌপথে পণ্য পরিবহন হয়ে থাকে। কিন্তু, চাক্তাই খালে এখন নৌকা প্রবেশ করতে না পারার কারণে পণ্য ওঠানামা করতে হচ্ছে কর্ণফুলী মোহনায়। ফলে, চাক্তাই-খাতুনগঞ্জ থেকে আলাদা পরিবহন ভাড়া দিয়ে নৌকাতে পণ্যবোঝাই করতে হচ্ছে।
এতে প্রতি বস্তা পণ্য পরিবহনে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ বলেন, চাক্তাই-খাতুনগঞ্জে এক সময় ৭০ শতাংশ পণ্য পরিবহন হতো নৌপথে। কিন্তু বর্তমানে সেটি ১০ শতাংশে নেমে এসেছে।