খাগড়াছড়িতে প্রথমবারের মতো জাপানি আম মিয়াজাকির চাষাবাদ শুরু হয়েছে। পার্বত্য জেলার মহালছড়িতে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৯শ’ ফুট উঁচু পাহাড়ে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি বা সূর্যডিম। ৩ থেকে ৪ বছর বয়সী গাছে ঝুলছে ৩০ থেকে ৪০টি পর্যন্ত আম। এক একটি আমের ওজন প্রায় ৩০০ গ্রাম।
কৃষক হ্ল্যাশিমং চৌধুরী দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে এ জাতের আম চাষ করেছেন। তার দাবি, পাহাড়ে এর আগে এ জাতের আম আগে চাষ হয়নি।
পাহাড়ের আবহাওয়ায় এ আম চাষাবাদের উপযোগী। লাভজনক হওয়ায় এখানকার অনেক কৃষকই এখন এ জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন। তাই কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেয়ার কথা জানালেন খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার
এদিকে, এ জাতের আম চাষ করে লাভবান হতে পারবে বলে মনে করছেন কৃষি গবেষকরা।
বিশ্ব বাজারে এ জাতের প্রতি কেজি আমের দাম প্রায় ৭০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার টাকা।