আর্থ-সামাজিক কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দুই হাজার ১২৫ কোটি টাকা।
সম্প্রতি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবি জানায়, বাংলাদেশ গত দুই দশকে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু, মহামারি করোনভাইরাসের কারণে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রভাবে ২০২০ সালে ৮ দশমিক ২ শতাংশ মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে অর্জন হয়েছে মাত্র ৫ দশমিক ২ শতাংশ।
এডিবির এ অর্থায়ন বাংলাদেশের সামাজিক সুরক্ষাগুলো শক্তিশালী করতে সহায়ক হবে মনে করছেন সংশ্লিষ্টরা।