পাট চাষের সুদিন ফিরে আসতে শুরু করেছে কুষ্টিয়ায়। সময়মতো বীজ, সার, কৃষি-উপকরণসহ ভালো দাম পাওয়ায় সোনালি আঁশের রঙিন স্বপ্নে বিভোর কৃষকরা। অনেকেই এ পাট চাষ করে আবার ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি চাষের উপযুক্ত হওয়ায় জেলার মিরপুর, ভেড়ামারাসহ ছয়টি উপজেলায় পাট চাষ করেছেন কৃষকরা। বিগত বছরগুলোতে পাট চাষে লাভবান হওয়ার কারণে তাদের মধ্যে এমন আগ্রহ বেড়েছে। কিন্তু, করোনা মহামারির কারণে পাটের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক শ্যামল কুমার বিশ্বাস বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে-বিদেশে পাট ও পাট পণ্যের চাহিদা বেড়েছে। তাই চাষীরা ব্যাপকহারে আবার পাট চাষ করছেন। আগামী দিন পাটের দাম আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
চলতি মৌসুমে জেলায়, ৪০ হাজার ৯৬৬ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা, গত বছরের তুলনায় ১ হাজার ৪৪৯ হেক্টর বেশি।