করোনা মহামারির মধ্যেও চলতি বছরের প্রথম পাঁচ মাসে চট্টগ্রাম থেকে ১ লাখ ৯৫ হাজার ২৪০ নারী-পুরুষ ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছেন। তার মধ্যে নারী রয়েছেন ২৮ হাজার ৮২৪ জন। দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দেয়া তথ্যমতে, গত বছরজুড়ে কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যান, মোট ২১ হাজার ৯৩৪ নারী। সে হিসাবে চলতি বছরের পাঁচ মাসেই নারী শ্রমিকদের বিদেশযাত্রা গত বছরকে ছাড়িয়ে গেছে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সারাদেশে চট্টগ্রামের অবস্থান তৃতীয় হলেও নারী শক্তি রপ্তানির ক্ষেত্রে প্রথস স্থানে রয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসীবান্ধব পদক্ষেপ নেয়ার ফলেই নারী জনশক্তি রপ্তানি বেড়েছে বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি।