দিনাজপুরের হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরেই অস্থিতিশীল পেঁয়াজের দাম। সর্বশেষ, গতকাল একদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ১-২ টাকা করে বেড়েছে।
একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গতকাল দাম বেড়ে ২৬ টাকা ও নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা থেকে বেড়ে ২৯ টাকা কেজি দরে বিক্রি হয়। আমদানি, চাহিদা ও গুণগত মানকে কেন্দ্র করে পণ্যটির বাজারদরে উত্থান-পতন অব্যাহত আছে।
বন্দরসংশ্লিষ্টরা জানান, মাসের শুরুতে আমদানি বাড়ায় পণ্যটির ঊর্ধ্বমুখী দাম কমতে থাকে। কিন্তু লোকসানের আশঙ্কায় আমদানি কমানোয় আবারো দাম বাড়ে।