লকডাউনের মধ্যেও স্থল, সমুদ্র ও আকাশপথে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রামসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। একই সঙ্গে দেশের সব স্থলবন্দরও খোলা থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ও বিমানবন্দরের শুল্ক কার্যক্রমের পাশাপাশি সারা দেশে ৩০টির বেশি শুল্ক স্টেশন রয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে লকডাউনেও খোলা থাকবে এসব শুল্ক স্টেশন।
কিছুদিন আগে, এনবিআরের কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনা হয়েছে। তাই সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম সচল থাকবে।