ভারতের জম্মু-কাশ্মীরে তিনটি আলাদা বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী ও ২ ভারতীয় সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সেনাবাহিনীর একটি টহল দল সুন্দারবানি সেক্টরের দাদাল বন এলাকায় সন্ত্রাসীদের মুখোমুখি হয়। এতে পাকিস্তান থেকে আসা ২ জঙ্গির পাশাপাশি ২ সেনাও নিহত হয়েছে।
এদিকে, দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা ও কুলগামে আরও দুটি অভিযানে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব অভিযান থেকে ৪টি একে ৪৭ বন্দুক, ২টি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।