পশ্চিমা বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবানরা দেশটির ক্ষমতা দখল করবে এমন আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (০৮ জুলাই) হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে এমন মতামত তুলে ধরেন বাইডেন। এ সময় তিনি আরো বলেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়লেও দেশটিতে তালেবানের ক্ষমতা দখল অবশ্যম্ভাবী নয়।
তালেবানের ওপর বিশ্বাস নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগান সামরিক বাহিনী দলটির অগ্রযাত্রা থেকে দেশটিকে ধরে রাখতে পারবে। কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে সেটি করবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভাষণে আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সামরিক মিশনের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন জো বাইডেন। বিগত দুই দশকে তিন লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।