সুইডেনের ওরেব্রোতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ জুলাই) ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি বিধ্বস্ত হলে এসব হতাহতের ঘটনা ঘটে। এতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন।
উড়োজাহাজটি ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এ ঘটনায় সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে, ২০১৯ সালে সুইডেনের উত্তরে আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।