মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসীদের কোনো রকম হয়রানি ছাড়াই নিজ দেশে ফেরার নতুন নির্দেশনা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (০৮ জুলাই) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ।
তিনি বলেন, গত ৫ জুলাই থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি স্টেশনে ২৪ ঘণ্টার জন্য ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ কর্মসূচির বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে। ফেরত যেতে ইচ্ছুক যাত্রীদের নিজ দেশের দূতাবাস থেকে ট্রাভেল পাসসহ বিমান টিকিটের সঙ্গে যাত্রীকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফ্লাইটের অন্তত ছয় ঘণ্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ইমিগ্রেশন অ্যাপয়নমেন্ট ও ইমিগ্রেশনে না গিয়ে শুধুমাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে।