পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ওপর শুল্ক নির্ধারণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের পণ্যে ১৯ শতাংশ শুল্কারোপ করেছেন তিনি। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসি।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প লেখেন, ‘এটি নির্ধারিত হয়েছে, ইন্দোনেশিয়া তাদের ৯৯ শতাংশ শুল্ক বাধা দূর করে আমেরিকান শিল্প ও প্রযুক্তি পণ্য এবং কৃষি পণ্যের জন্য উন্মুক্ত বাজার হবে। যুক্তরাষ্ট্র এখন ইন্দোনেশিয়ায় আমেরিকান তৈরি পণ্য শূন্য শুল্ক হারে বিক্রি করবে এবং ইন্দোনেশিয়া তাদের সমস্ত পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক প্রদান করবে।’
ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করবে এবং আমেরিকান পণ্য কেনার জন্য ‘কয়েক বিলিয়ন ডলার’ মূল্যের চুক্তি স্বাক্ষর করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ফিলিপাইনের বিষয়ে তিনি বলেন, ‘নতুন শুল্ক একটি বৃহত্তর চুক্তির অংশ, যেখানে ফিলিপাইন মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে এবং দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে।’ হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিলিপাইন থেকে আমদানির ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে।’
তবে, এই মাসের শুরুতে একটি চিঠিতে দেশটির পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সে অনুযায়ী নতুন শুল্কারোপের ঘোষণায় কিছুটা হলেও কম শুল্ক বসিয়েছেন তিনি।
ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনামূলকভাবে ছোট একটি বাণিজ্যিক অংশীদার। গত বছর আমেরিকায় প্রায় ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য পাঠিয়েছে দেশটি। এর মধ্যে রয়েছে- গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, টেক্সটাইল এবং নারকেল তেল।