তুরস্কে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।
রোববার (১১ জুলাই) সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ পথে তুরস্কে প্রবেশ করেছে।
অভিবাসী প্রত্যাশীদের একটা বড় অংশই হচ্ছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের নাগরিক। ঝুঁকিপূর্ণ পথে যাত্রা দেয়ায় প্রায়ই এদের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে।