দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাবাসের বিরুদ্ধে দাঙ্গায় দেশটিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) সন্ধ্যার পর জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানান দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এসময় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ভাষণে, রামাফোসা দেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এর আগে, জ্যাকব জুমাকে কারাগারে নেয়ার দিন থেকেই বিক্ষোভ শুরু হয় দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশে। এখানেই তার জন্ম এবং বেড়ে ওঠা। এরপর সময় গড়ানোর সাথে সাথে পুরো দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে, দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে দেশটিতে সেনা নামানো হয়েছে।