ফেসবুকে করোনা সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে ‘মানুষ হত্যা’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে ভ্যাকসিন ও মহামারি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ‘ফেসবুকের মত প্ল্যাটফর্ম’-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন আরো বলেন যারা টিকা দেয়নি, শুধু তাদের মধ্যেই এখন মহামারি বিরাজ করছে। তবে, এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানান, তারা কোভিড সংক্রান্ত ১ কোটি ৮০ লাখ ভুয়া তথ্য এবং ক্রমাগত নিয়ম ভেঙ্গেছে এমন বেশকিছু অ্যাকাউন্ট অপসারণ করেছেন।
সম্প্রতি, ভুল তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যাপক চাপের মধ্যে রেখেছে হোয়াইট হাউস।