ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ।
এর মধ্যে শুধুমাত্র জার্মানিতেই মারা গেছেন অন্তত ১৪৩ জন। এছাড়া, বেলজিয়ামে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।
যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকায়। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা। আরও বেশ কয়েকটি বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
উদ্ধারকাজ চালাতে মোতায়েন করা হয়েছে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মীদের।
এদিকে, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।