গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা। কিছুদিন পরই তার নতুন সিনেমা মুক্তি পাবে। আর এ মুহূর্তে অসুস্থ হলেন তিনি। ফলে মানসিক ও শারীরিক উভয়ভাবেই বিপাকে পড়লেন দক্ষিণী এই তারকা।
সংবাদমাধ্যমের খবর, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা বিজয়। শরীর ভীষণ দুর্বল। দিন দুয়েক আগে এ কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন। তবে সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
এদিকে কিছুদিন পরই বিজয় অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘কিংডম’ মুক্তি পাবে। বর্তমানে এর প্রচারণা নিয়ে ব্যস্ত সিনেমা সংশ্লিষ্টরা। কিন্তু এমন সময় অসুস্থ হয়ে পড়লেন তিনি। যদিও সিনেমার টিমের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি।
জানা গেছে, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিংডম’। স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতে প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে শরণার্থী সংকট দেখানো হবে। এর আগে গত ৩০ মে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু এপ্রিলে পেহেলগামে হামলার কারণে মুক্তি দেয়নি নির্মাতরা। এ জন্য তা পিছিয়ে ৪ জুলাই করা হয়। এই তারিখও পরে পরিবর্তন করে ৩১ জুলাই দিন নির্ধারণ করা হয়। ‘কিংডম’-এ বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন ভাগ্যশ্রী বোরসে ও সত্যদেব।