তুরস্কের দক্ষিণাঞ্চলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। তিনি আরো জানান, আজারবাইজন, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছানোয় দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।
এদিকে, পর্যটকদের নিরাপদ স্থানে সরাতে তুর্কি কোস্টগার্ডকে সহায়তা করছে ব্যক্তিগত বোট ও ইয়টগুলো। এর মধ্যেই বোডরাম শহরের তিনটি পাঁচতারকা হোটেল খালি করা হয়েছে।
এছাড়া, সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন এলাকার বাড়িঘর থেকে কয়েক হাজার বাসিন্দাকে। ভয়াবহ এ দাবানলে আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত। গত বুধবার থেকে শুরু হওয়া এ দাবানল ইতিমধ্যে শতাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে।