ইরানের ৮ম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর তিনি বক্তৃতায় বলেন, একতরফা ও অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ এবং চাপ সৃষ্টি করে দেশের জনগণকে তাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
এসময় তিনি জোরালোভাবে বলেন, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই লক্ষ্য অর্জনের জন্য আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাব।
ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরী হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছেন। অর্থাৎ খামেনির পর তিনিই হতে পারেন দেশটির সর্বময় কর্তৃত্বের অধিকারী নেতা।