বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২৯ লাখের বেশি।
জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে ৫ লাখ ৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৯ লাখের বেশি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। আর একই সময়ে দেশটিতে মারা গেছেন ৪৯১ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায়। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ কোটি ২৩ লাখের বেশি মানুষ।