আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে তালেবান বাহিনী।
সোমবার গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ দাবি করে জানান, প্রদেশটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এ সংক্রান্ত কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তালেবান বাহিনী প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনের ফটকে দাঁড়িয়ে আছেন। তবে, পাঞ্জশিরের বর্তমান নেতা ও তালেবানবিরোধী বিদ্রোহী জোট এনআরএফএ-এর প্রধান আহমাদ মাসুদ এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে, তালেবান দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টির নিয়ন্ত্রণ নিলেও একমাত্র পাঞ্জশির তাদের দখলের বাইরে ছিল। অবশেষে সেটিও তাদের নিয়ন্ত্রণে এসেছে। এদিকে, পাঞ্জশির নিয়ে এনআরএফএ-এর পক্ষ থেকে শান্তি আলোচনার প্রস্তাব করা হলেও তা প্রত্যাখ্যান করে তালেবান।