গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। একই সাথে কমেছে নতুন রোগী শনাক্তও ।
করোনাভাইরাস সংক্রান্ত আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ১২৩ জন। এ সময়ে করোনায় এক হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪২ হাজার ৬৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে।