শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৫২১ জন নিহত হয়েছেন। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর কয়েক ঘণ্টার মধ্যে আরও কয়েকটি কম্পন টের পাওয়া গেছে।
তুরস্ক, সিরিয়া, লেবানন, সাইপ্রাস ও ইসরায়েলের কোটি মানুষ ভূমিকম্পটি টের পেয়েছেন। এর কেন্দ্রস্থল তুরস্কের শহর গাজিয়ান্তেপে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওক্তায়ে বলেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দুই হাজার ৩২৩ জন।
এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশে সরকার নিয়ন্ত্রিত প্রদেশ আলেপ্পো, লাতাকিয়া, হামা ও তারতুস প্রদেশে নিহতের সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।
তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে হতাহতের সংখ্যা কত তা জানা যায়নি।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়া জুড়ে ৩২০ জনের প্রাণহাণির সংখ্যা ঘোষণা করেছে।
সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জরুরি এক বৈঠক করেন।