এবার রাতের আঁধারে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার দিবাগত রাতে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তারা সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে।
গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সহিংসতা বাড়ার পর শনিবার মধ্যরাতে এই আন্তঃসীমান্ত হামলার ঘটনা ঘটে।
অবশ্য সিরিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।