ভারতের কাশ্মীরে গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। কাশ্মীরের ভীমবের গলি থেকে একটি আর্মির ট্রাক পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এ ঘটনার পর সন্ত্রাসীদের খোঁজে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চলছে।
জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল আর্মির ট্রাকটি। ওই সময় সন্ত্রাসীরা হামলা চালায়। প্রচণ্ড বৃষ্টি ও দৃশ্যমানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায়। গাড়িটিতে আগুন ধরে যায়। মনে করা হচ্ছে সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করেছিল।
রাজৌরির গ্যারিসন হাসপাতালে সেনাদের মরদেহগুলো নেওয়া হয়েছে। এ ঘটনায় এক সেনা গুরুতর আহত। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।