তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া ৩ বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (২৯ আগস্ট) নতুন এ রায় দেওয়া হয়।
গত ৫ আগস্ট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে এ সাজা দিয়েছিলেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত।
ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনসহ পাকিস্তানের গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। প্রতিবেদনগুলো আদালতের বরাত দিয়ে বলা হয়েছে, তোষখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত হওয়া তার জন্য বিরাট এক রাজনৈতিক বিজয়। এ সাজা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডন বলছে, পিটিআই চেয়ারম্যানের পক্ষে ইসলামাবাদ হাইকোর্ট নতুন যে রায় দিয়েছেন তার বিস্তারিত মঙ্গলবারই জানানো হবে।
এর আগে সোমবার (২৮ আগস্ট) ইমরানকে দেওয়া ‘ত্রুটিপূর্ণ’ সাজার ব্যাপারে শুনানি হয় ইসলামাবাদ হাইকোর্টে। এ হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুক ও বিচারক তারিক মাহমুদকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ শুনানি নেন। পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ শুনানিতে বিস্তারিত যুক্তিতর্ক তুলে ধরেন। এতে তিনি ইমরানের সাজা বাতিলের বিরুদ্ধে নিজের যুক্তি তুলে ধরেন।