দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে সড়ক ধসে ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ মে) ওই ঘটনায় অন্তত ১৮টি গাড়ি আটকা পড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় টেলিভিশন (সিসিটিভি)। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার গুয়াংডং প্রদেশের মেইঝো শহর ও ডাবু কাউন্টির মাঝামাঝি একটি রাস্তা ধসে গেছে।
সিসিটিভি আরও জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১৮টি গাড়ি আটকা পড়েছে। সেখানে প্রায় ৪৯ জন ব্যক্তি রয়েছেন। যদিও সড়ক ধসের কারণ এখনও জানা যায়নি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই ঘটনায় আটকা পড়ে ১৯ নিহত হয়েছেন। এছাড়া, ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসারত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। কিন্তু এখনও তাদের আঘাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, মাটির নিচে একটি গাড়ি আটকে আছে। সেই গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। ভিডিওতে এক ব্যক্তি বলছে, আপনি আর যেতে পারবেন না। এদিকে বার্তা সংস্থাটি জানিয়েছে, এখনও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি
সিসিটিভি জানিয়েছে, আটকদের উদ্ধার করার জন্য প্রায় ৫০০ জন উদ্ধারকর্মীকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষ একটি নোটিশে বলেছে, এস১২ হাইওয়ের উভয় দিকে বন্ধ করে দেওয়া হয়েছে। চালকদের অন্য দিকে ঘুরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।