গাজার দক্ষিণের শহর খান ইউনিসে নতুন করে অভিযান শুরু করেছে ইসরাইল। গত দুই দিনে ইসরাইলের হামলা থেকে বাঁচতে দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। খবর বিবিসির।
খান ইউনিস শহরে আবারও হামাস যোদ্ধাদের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে বানচাল করতে সেখানে নতুন করে হামলা শুরু করে ইসরাইল।
সোমবার ( ২২ জুলাই) হামলার আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) খান ইউনিস থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করে।
এছাড়া আল-মাওয়াসি মানবিক এলাকার পরিধিও কমানো হয়েছে বলে জানায় আইডিএফ। এর আগে আল- মাওয়াসিকে হামাসের ঘাঁটি বলে দাবি করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল- মাওয়াসিতে ইসরাইলের অভিযান শুরু করার পর প্রায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানায়, সোমবার খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার ইসরাইলের সর্বশেষ আদেশের পর সেখান থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি অন্য কোথাও পালিয়ে গেছেন।
এদিকে মঙ্গলবার, খান ইউনিসের বানি সুহাইলা জেলার ভেতরে ইসরাইলি ট্যাংক প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া আল-কারার এলাকায়ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।
এর মধ্যে অনেক বাসিন্দা পালিয়ে খান ইউনিসের পূর্বে বাস্তুচ্যুতদের শিবিরে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে আশ্রয় নিয়েছেন হাসপাতালে।
ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) নিশ্চিত করেছে ইসরাইলের নতুন আক্রমণের মুখে খান ইউনিস থেকে প্রায় দেড় লাখ মানুষ পালিয়েছে।
একটি বিবৃতিতে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খান ইউনিস এলাকায় তাদের অব্যাহত অভিযানে বেশ কয়েকজন হামাস যোদ্ধা মারা গেছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।