জেন-জিদের বিক্ষোভে আরও উত্তাল হলো লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) তরুণদের সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছে পরিবহন ও ব্যবসায়ী সংগঠনগুলো।
দেশটির রাজধানী লিমায় গুরুত্বপূর্ণ সড়কে মিছিল সমাবেশ করে জেন-জি বিক্ষোভকারীরা। রাজপথে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহত হয় অন্তত ১৮ জন।
আন্দোলনকারীদের ওপর পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলে বিক্ষুব্ধ তরুণরা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নিন্দা সমালোচনার ঝড়। সংঘর্ষের ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পেরুর ন্যাশনাল পুলিশ। বিক্ষোভকারীদের ছোঁড়া মলোটভ ককটেলের আঘাতে এক পুলিশ কর্মকর্তা দগ্ধ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।