গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী ১৩৭ জন অধিকারকর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের আটক করে জোরপূর্বক ইসরায়েলে নিয়ে গিয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এই অধিকারকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে রওনা হয়েছিল। এসব নৌযানে বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক ছিলেন।
গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহরটিতে হস্তক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। সেদিনই কয়েকটি নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। শুক্রবার সবশেষ নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী।