আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে গতকাল (বুধবার) একটি গাড়ী স্থল মাইনে আঘাত করায় ৮ শিশুসহ নিহত হয়েছে অন্তত ১৫ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী বলেন, গতকাল সন্ধ্যা ৫টার দিকে তালিবান সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের সঙ্গে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়ীর ধাক্কা লেগে ১৫ জন নিহত হয়েছে এবং অপর ২ জন আহত হয়েছে।
তাজিকিস্তান সীমান্তের কাছে এই মাইন বিষ্ফোরণে নিহতদের মধ্যে ৮ জন শিশু, ৬ নারী ও ১ জন পুরুষ রয়েছে। তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।এই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা হয়েছে কী-না তা নিশ্চিত নয়।
এই এলাকায় প্রায়ই তালেবান ও মার্কিন সমর্থিত আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি