কলম্বিয়ায় করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মঙ্গলবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আইসোলেশান বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইভান দাক এক ঘোষণায় এ কথা জানান।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, জরুরি অবস্থার অংশ হিসেবে আগামী মঙ্গলবার থেকে সকল কলম্বিয়ানের জন্যে আইসোলেশেন বাধ্যতামূলক থাকবে।
ইতোমধ্যে দেশটির অর্ধেক জনসংখ্যা শুক্রবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত চলা পূর্ণ আইসোলেশান মহড়ায় অংশ নিচ্ছে। আইসোলেশেন পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে এ ধরণের মহড়ার ব্যবস্থা করা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি