বোগতা : ৫ জুন , আজ বিশ্ব পরিবেশ দিবস। ২০২০ বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘প্রকৃতির জন্য সময়’ (Time for Nature)। এর লক্ষ্য কীভাবে পৃথিবীর বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন। এ বছরের আয়োজক দেশ হল কলম্বিয়া। আয়োজক দেশের তরফে জানানো হয়েছে যে প্রায় দশ লক্ষ জীববৈচিত্র বিলুপ্তির পথে। জীববৈচিত্র রক্ষায় এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আসেনি। জার্মানির সহযোগে তারা আয়োজন করবে মূল অনুষ্ঠান।
গোটা বিশ্বের জীববৈচিত্রের ১০ শতাংশই রয়েছে কলম্বিয়ায়। অ্যামাজন রেনফরেস্টের একটা বড় অংশ রয়েছে কলম্বিয়ায়। পৃথিবীর নানা ধরনের পাখি ও অর্কিডের বৈচিত্রের নিরিখে প্রথম এই দেশ। গাছপালা, প্রজাপতি, স্বচ্ছ জলের মাছ এবং উভচর বৈচিত্রের নিরিখে কলম্বিয়ার স্থান বিশ্বে দ্বিতীয়। ১৯৭২ সালে প্রথমবার, রাষ্ট্রপুঞ্জ এই ৫ জুন এই তারিখটিতে ভিত্তি স্থাপন করেছিল। তার পর থেকে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে, প্রথম জাতিসংঘ স্টকহোমে (সুইডেন) পরিবেশ ও দূষণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের আয়োজন করে। তাতে প্রায় ১১৯ টি দেশ অংশ নিয়েছিল। এরপর থেকেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হতে শুরু করে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে।
রাষ্ট্রপুঞ্জ বলছে, জীববৈচিত্র্য সংরক্ষণ না করাতে আমাদের পরিবেশের ভারসাম্যই শুধু নষ্ট হচ্ছে না আমরা এর মাধ্যমে আমাদের জীবনকে ধ্বংস করছি। কোভিড আমাদের সেই শিক্ষা দিচ্ছে উল্লেখ করে রাস্ত্রপুঞ্জের ওয়েবসাইটে বলা হয়েছে আমরা জীববৈচিত্র্য রক্ষা করলে শুধু খাদ্যেরই যোগান পাব না বরং ওষুধসহ, পরিশুদ্ধ জল এবং বাতাস পাব। যা মানুষের সুস্থতার বড় কারণ হয়ে উঠতে পারে।
সূত্র: কোলকাতা ২৪