যুক্তরাষ্ট্রে দেশব্যাপী বর্ণবাদ বিরোধী বিক্ষোভ এবং পুলিশি বর্বরতার মধ্যে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টাকালে পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে হত্যার পরে আটলান্টা সিটির পুলিশ প্রধান পদত্যাগ করেছেন। সিটির মেয়র এ কথা জানান।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের সহযাত্রী মেয়র কেইসা লেন্স বোটমস বলেছেন, পুলিশ প্রধান ইরিকা শিল্ডস দুই দশকের বেশী সময় ধরে আটলান্টা পুলিশ বিভাগে কাজ করছেন।
মেয়র এক টেলিভিশন মন্তব্যে বলেন,“পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, আটলান্টায় অর্থবহ সংস্কার হওয়া উচিত, যা হবে গোটা দেশের জন্য একটি দৃষ্টান্ত, এ জন্য তিনি পুলিশ প্রধানের পদ থেকে সরে যান।”
গত ২৫ মে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েড’র পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র যখন প্রাতিষ্ঠানিক বর্ণবাদ নিয়ে ঐতিহাসিক প্রশ্নের মুখোমুখি এবং দেশব্যাপী গণ অসন্তোষ চলছে এরমধ্যেই পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটলো।
মিনিয়াপোলিসের পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা নয় মিনিট চেপে ধরে রাখায় তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি