ইউরোপের চার দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডস সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ আগেভাগে পেতে ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তি করেছে।
জার্মান সংবামাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চুক্তি অনুযায়ী, ভ্যাকসিনটি ইউরোপে সরবরাহের কাজে সহায়তা করবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।
জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আস্ট্রাজেনেকার সম্ভাবনাময় এ টিকা বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে। এ বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার পর ব্যাপকভাবে দ্রুততার সঙ্গে তা ইউরোপে সরবরাহ করা হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশ এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি