আচমকা উপকূলে হাজির সন্দেহজনক সাবমেরিন। কয়েকদিন আগেই এক উপকূলে দেখা গিয়েছিল ওই সাবমেরিন। এবার অন্য এক উপকূলে দেখা গেল একই সাবমেরিন।
জাপানের আমামি আইল্যান্ডের কাছে ওই সাবমেরিন দেখা গিয়েছে। গত ১৮ জুন জাপানের উপকূলে ওই সাবমেরিন চিহ্নিত করে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স।
কয়েকদিন আগে এটি জাপানের ইওকোটো জিমা আইল্যান্ডের কাছে দেখা গিয়েছিল।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ওই সাবমেরিন সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করতে বলেছেন।
জানা গিয়েছে ১৮ তারিখে, ওই সাবমেরিন দেখা যায়। ২০ তারিখে জানা গিয়েছে জাপানের জলসীমা পার করে এসেছে ওই সাবমেরিন।
জাপান জানিয়েছে, সাবমেরিন দেখার পরই Kawasaki P-1 মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট, Lockheed P-3 অ্যান্টি সাবমেরিন, মেরিটাইম সারভিলিয়েন্স প্লেন ও তিনটি প্যাট্রল শিপ ছুটে যায় ঘটনাস্থলে। সূত্র: কোলকাতা ২৪