চীনে গত ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার গ্রীনিচ মান সময় ০৬২৫ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত দুই মাসে বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এনিয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৭৭ হাজার ১১৭ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৯২ লাখ ৬৩ হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ১ লাখ ৯৩ হাজার ৮শ’ জন মারা গেছে এবং ২৫ লাখ ৫৭ হাজার ৭৬১ জন আক্রান্ত হয়েছে। তবে বর্তমানে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
এ অঞ্চলের দেশগুলোতে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ৩৭৮ জন মারা গেছে এবং ২১ লাখ ৬৩ হাজার ৮৩৫ জন আক্রান্ত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। (বাসস)