করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভেঙে সাড়ে ৪০ হাজার মানুষ শনাক্ত হয়েছেন।
করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
এদিন মৃত্যু হয়েছে ২,৪৩০ জনের। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষের, আর সুস্থ হয়েছেন ১০ লাখ ৫২ হাজার। দেশটিতে ২ কোটি মানুষ করোনায় আক্রান্ত বলে ধারণা করছেন, দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি