ইসলামিক স্টেট (আইএস)-এর আত্মঘাতী বোমা হামলায় ইরাকের কেন্দ্রীয় প্রদেশ সালাহুদিনে আধাসামরিক বাহিনীর অন্তত পাঁচ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা সিনহুয়া।
এ হামলায় একজন পার্লামেন্টসদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির প্রাদেশিক পুলিশ এ কথা জানান।
রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত নগরীর কাছের এক গ্রামে আইএস বিরোধী ওই ঘাঁটিতে এক আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
এ হামলার ঘটনায় পাঁচ সুন্নি যোদ্ধা ও দায়িত্বপালনরত এক সাংবাদিক নিহত হন। সাবেক পার্লামেন্ট সদস্য আদনান আল-গান্নামসহ ৩০ আধাসামরিক যোদ্ধা এতে আহত হয়েছেন।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক