কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছিল ইকুয়েডরে আমাজন অরণ্যবাসী এক আদিম জনজাতি নেতার। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দেহ কবর দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু তাতে বেঁকে বসেন জনজাতির বাকি সদস্যরা। সেই দেহ ফেরত পাওয়ার জন্য মরিয়া হয়ে বৃহস্পতিবার পেরুর সীমান্তে একটি গ্রাম থেকে দুই পুলিশ অফিসার, দুই সেনা ও দুই সাধারণ নাগরিককে অপহরণ করেন জনজাতির সদস্যরা। শর্ত ছিল, নেতার দেহ ফেরত দিলে মুক্তি দেওয়া হবে ওই ছয় বন্দিকে। সেই শর্ত মেনে ওই নেতার দেহ তাঁর নিজের সম্প্রদায়ের হাতে ফিরিয়ে দেওয়ায় মুক্তি পান ছ’জন।
হু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনা-সংক্রমিত হয়েছেন ২ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি। এই পরিস্থিতির জন্য এখনও চিনকেই দুষে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘‘চিনের তথ্য লুকানো ও প্রতারণার জন্যই সারা পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর দায় অবশ্যই চিনের।’’
গত এক মাস ধরে দৈনিক সংক্রমণের হার কমলেও রাশিয়ায় কোভিডে মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে গেল। যদিও রুশ সরকার জানিয়েছে, যে যে ক্ষেত্রে মৃত্যুর একমাত্র কারণ করোনা-সংক্রমণ সরকারি ওয়েবসাইটে সেই ঘটনাগুলিই শুধুমাত্র নথিভুক্ত করা হচ্ছে। গত মাসে কার্ফু তুলতেই সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছাড়িয়ে গিয়েছে। একই কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রান্ত ছাড়িয়েছে ৫১ হাজার। এ দিকে, সপ্তাহের শেষে ইংল্যান্ডের পাব ও বার খুলতেই ভিড় উপচে পড়েছে সেগুলিতে। তাতে পারস্পরিক দূরত্ব বিধি লঙ্ঘন হওয়ায় বেশ কিছু দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়। সূত্র: আনন্দবাজার